#আয়ুর্বেদ #পঞ্চমহাভূত #কোয়ান্টাম_পদার্থবিজ্ঞান মহাবিশ্বে অদৃশ্য স্থান থাকলেও শূন্যস্থান বলতে কিছু নেই, কারণ একদম শূন্য হলে কখনই মহাবিশ্বের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্যের আদান-প্রদান সম্ভব হতো না। আয়ুর্বেদের ভাষায় একে বলা হয় #আকাশিক_ফিল্ড (Akasik Field) আর আধুনিক কোয়ান্টাম পদার্থবিজ্ঞানীদের ভাষায় এই স্থানকে বলা হয় #কোয়ান্টাম_ফিল্ড (Quantum Field)। এই অদৃশ্য কোয়ান্টাম ফিল্ড থেকেই বিভিন্ন ধরণের শক্তির (Quanta) উৎপত্তি হয় যা পরে দৃশ্যমান হয়। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা ৫টি বিশেষ গূণের দ্বারা গঠিত। আয়ুর্বেদ আচার্যরা বহু আগেই এই কোয়ান্টাম ফিল্ডের পদ্ধতি সম্পর্কে আত্মোলব্ধি করতে পেরেছিলেন ও এগুলোর গুণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন। এই তত্ত্বের নামকরণ করা হয়েছে #পঞ্চমহাভূত_তত্ত্ব। এগুলো হচ্ছে- ১। #আকাশ (Quantum field বা Space), ২। #বায়ু (Spin 2 Graviton, Spin 3 বা 2 Gravitino), ৩। #অগ্নি (Spin 1 Guage Bosons), ৪। #জল (Spin 1 বা 2 Higgsinos, Liptons and Quarks, Gausinos) , ৫। #পৃথিবী (Spin 0 Higgs Fields, Sleptons and Squarks)। সৃষ্টির সবকিছুই এই প...
#আয়ুর্বেদ #ডায়াবেটিস #কোষ্ঠকাঠিন্য #লাইফস্টাইল একজন রোগীর ৩ সপ্তাহ আগে ভরাপেটে সুগার 15, খালি পেটে 12.3 ১ সপ্তাহ আগে ভরাপেটে 10 - ওজনও কমেছে, কোষ্ঠকাঠিন্য এর সমস্যাও ঠিক হয়েছে (এখন স্বাভাবিকভাবে 2-3 বার টয়লেট হয়)। রোগী একজন স্বল্প আয়ের মানুষ, অর্গানিক/পশ খাবার তাঁর মেইন্টেইন করা সম্ভব না। তাঁর শুধু লাইফস্টাইল বলে দিছিলাম, অল্প কিছু খাবার আপাতত নিষেধ করি আর শুধু ইসুবগুলের ভূষি আধা চামচ 2 বার করে খেতে বলেছিলাম। আর কোনো ওষুধও দেওয়া হয়নি। রোগী এখন বলছেন যে তাঁর এখন আগের চেয়ে শরীর অনেক ভালো লাগছে। সকল শুকরিয়া আরোগ্যদাতা মহান আল্লাহ্র। পোস্টের লেখকঃ রাকিবুজ্জামান (আয়ুর্বেদ শিক্ষার্থী, Diploma in Ayurvedic Medicine & Surgery – ১ম বর্ষ - ২০২৩-২৪ ব্যাচ) #আয়ুর্বেদ #ডিএএমএস #ayurved #dams #bams #ayurvedic #ayurvedalifestyle #ayurvedictreatment #wholeness #health #healthy #holistic #holistictreatment #holistictreatment #traditionalmedicine #body #mind #spirit #spirituality #আয়ুর্বেদ #হোলিস্টিক #চিরায়ত_চিকিৎসা
সহজ ভাষায় #অষ্টাঙ্গ_আয়ুর্বেদ বা আয়ুর্বেদের আটটি বিভাগের বর্ণনাঃ ১। #শল্যতন্ত্র (Surgery/অস্ত্রোপচার), ২। #শালাক্যতন্ত্র (কান, চোখ, নাক, জিহবা এই ৪টি ইন্দ্রিয় এবং সংমিশ্রিত অঙ্গ মুখ ও গলা প্রভৃতি অঙ্গসমুহের চিকিৎসা), ৩। #কায়_চিকিৎসাতন্ত্র (ঔষধ প্রয়োগের মাধ্যমে দেহের অভ্যন্তরীন ও বাহ্যিক রোগের চিকিৎসা), ৪। #ভূতবিদ্যাতন্ত্র (Psychotherapy, Spiritual Healing/ পিশাচ-জ্বিন ইত্যাদির কারণে, রজঃ ও তমঃ গুণের বিকারের ফলে যেসব রোগ/সমস্যা হয় সেগুলো প্রশমনের জন্যে বিভিন্ন চিকিৎসা, রত্নাদি পাথর ধারণ, ধর্মের শাস্ত্রীয় কাজের(উপাসনা, ঝাড়ফুঁক, দান-সদকা ইত্যাদির) বিশদ বিবরণ), ৫। #কৌমারভৃত্যতন্ত্র (গর্ভাবস্থায় পরিচর্যা, ডেলিভারী, শিশু লালন-পালন, ধাত্রীদের স্তনদুগ্ধ সংশোধন, শিশুদের বিভিন্ন ব্যাধির চিকিৎসা), ৬। #অগদতন্ত্র (Toxicology/সাপ, কুকুর, শেয়াল, বিচ্ছু, মাকড়সা, কীট ইত্যাদির কামড়ের ফলে কোন প্রাণির বিষ তা চিহ্নিত করা ও চিকিৎসা প্রদান, অপমৃত্যুর কারণ ও লক্ষণাদি চিহ্নিত করা), ৭। #রসায়নতন্ত্র (রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, আয়ু-মেধা-ইন্দ্রিয়সমূহের শক্তি বৃদ্ধি এবং অকালে চুল পাকা - দাঁত পড়া ইত্যাদি ...
Comments
Post a Comment