সহজ ভাষায় #অষ্টাঙ্গ_আয়ুর্বেদ বা আয়ুর্বেদের আটটি বিভাগের বর্ণনাঃ ১। #শল্যতন্ত্র (Surgery/অস্ত্রোপচার), ২। #শালাক্যতন্ত্র (কান, চোখ, নাক, জিহবা এই ৪টি ইন্দ্রিয় এবং সংমিশ্রিত অঙ্গ মুখ ও গলা প্রভৃতি অঙ্গসমুহের চিকিৎসা), ৩। #কায়_চিকিৎসাতন্ত্র (ঔষধ প্রয়োগের মাধ্যমে দেহের অভ্যন্তরীন ও বাহ্যিক রোগের চিকিৎসা), ৪। #ভূতবিদ্যাতন্ত্র (Psychotherapy, Spiritual Healing/ পিশাচ-জ্বিন ইত্যাদির কারণে, রজঃ ও তমঃ গুণের বিকারের ফলে যেসব রোগ/সমস্যা হয় সেগুলো প্রশমনের জন্যে বিভিন্ন চিকিৎসা, রত্নাদি পাথর ধারণ, ধর্মের শাস্ত্রীয় কাজের(উপাসনা, ঝাড়ফুঁক, দান-সদকা ইত্যাদির) বিশদ বিবরণ), ৫। #কৌমারভৃত্যতন্ত্র (গর্ভাবস্থায় পরিচর্যা, ডেলিভারী, শিশু লালন-পালন, ধাত্রীদের স্তনদুগ্ধ সংশোধন, শিশুদের বিভিন্ন ব্যাধির চিকিৎসা), ৬। #অগদতন্ত্র (Toxicology/সাপ, কুকুর, শেয়াল, বিচ্ছু, মাকড়সা, কীট ইত্যাদির কামড়ের ফলে কোন প্রাণির বিষ তা চিহ্নিত করা ও চিকিৎসা প্রদান, অপমৃত্যুর কারণ ও লক্ষণাদি চিহ্নিত করা), ৭। #রসায়নতন্ত্র (রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, আয়ু-মেধা-ইন্দ্রিয়সমূহের শক্তি বৃদ্ধি এবং অকালে চুল পাকা - দাঁত পড়া ইত্যাদি ...
Comments
Post a Comment