আয়ুর্বেদ এর পঞ্চমহাভূত তত্ত্ব এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞান (সংক্ষিপ্ত)

 #আয়ুর্বেদ #পঞ্চমহাভূত #কোয়ান্টাম_পদার্থবিজ্ঞান  

মহাবিশ্বে অদৃশ্য স্থান থাকলেও শূন্যস্থান বলতে কিছু নেই, কারণ একদম শূন্য হলে কখনই মহাবিশ্বের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্যের আদান-প্রদান সম্ভব হতো না। আয়ুর্বেদের ভাষায় একে বলা হয় #আকাশিক_ফিল্ড (Akasik Field) আর আধুনিক কোয়ান্টাম পদার্থবিজ্ঞানীদের ভাষায় এই স্থানকে বলা হয় #কোয়ান্টাম_ফিল্ড (Quantum Field)। 

এই অদৃশ্য কোয়ান্টাম ফিল্ড থেকেই বিভিন্ন ধরণের শক্তির (Quanta) উৎপত্তি হয় যা পরে দৃশ্যমান হয়। 

মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা ৫টি বিশেষ গূণের দ্বারা গঠিত। আয়ুর্বেদ আচার্যরা বহু আগেই এই কোয়ান্টাম ফিল্ডের পদ্ধতি সম্পর্কে আত্মোলব্ধি করতে পেরেছিলেন ও এগুলোর গুণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন।

এই তত্ত্বের নামকরণ করা হয়েছে #পঞ্চমহাভূত_তত্ত্ব। এগুলো হচ্ছে-

১। #আকাশ (Quantum field বা Space), 

২। #বায়ু (Spin 2 Graviton, Spin 3 বা 2 Gravitino),

৩। #অগ্নি (Spin 1 Guage Bosons),

৪। #জল (Spin 1 বা 2 Higgsinos, Liptons and Quarks, Gausinos) ,

৫। #পৃথিবী (Spin 0 Higgs Fields, Sleptons and Squarks)। 

সৃষ্টির সবকিছুই এই পঞ্চমহাভূত তথা কণা থেকে উৎপত্তি; আর এই মানবদেহের অতিসূক্ষ্ম প্যাটার্ন ও এই মহাবিশ্বের প্যাটার্ন একই। 

.

পোস্টের লেখকঃ রাকিবুজ্জামান (আয়ুর্বেদ শিক্ষার্থী, Diploma in Ayurvedic Medicine & Surgery – ১ম বর্ষ - ২০২৩-২৪ ব্যাচ)

তথ্যসূত্রঃ স্বাস্থ্য দর্পণ, লেখকঃ আয়ুর্বেদাচার্য দেবজ্যোতি দত্ত - Bachelors in Ayurvedic Medicine & Surgery, NIA, India ও B.Sc in Biotechnology & Genetic Engineering)

#ডিএএমএস #ayurved #dams #bams #ayurvedic #ayurvedalifestyle #ayurvedictreatment #wholeness #health #healthy #holistik #traditionalmedicine #body #mind #spirit #spirituality #আয়ুর্বেদ #হোলিস্টিক #চিরায়ত_চিকিৎসা


Comments

Popular posts from this blog

একজন রোগীর কেইস স্টাডি - #আয়ুর্বেদ #ডায়াবেটিস #কোষ্ঠকাঠিন্য #লাইফস্টাইল

আয়ুর্বেদ চিকিৎসার নাম ভাঙ্গিয়ে কেউ ভন্ডামি করলে তিনি প্রকৃত আয়ুর্বেদিক চিকিৎসক নন