সহজ ভাষায় অষ্টাঙ্গ আয়ুর্বেদ বা আয়ুর্বেদের আটটি বিভাগের বর্ণনা

 সহজ ভাষায় #অষ্টাঙ্গ_আয়ুর্বেদ বা আয়ুর্বেদের আটটি বিভাগের বর্ণনাঃ 

১। #শল্যতন্ত্র (Surgery/অস্ত্রোপচার),

২। #শালাক্যতন্ত্র (কান, চোখ, নাক, জিহবা এই ৪টি ইন্দ্রিয় এবং সংমিশ্রিত অঙ্গ মুখ ও গলা প্রভৃতি অঙ্গসমুহের চিকিৎসা),

৩। #কায়_চিকিৎসাতন্ত্র (ঔষধ প্রয়োগের মাধ্যমে দেহের অভ্যন্তরীন ও বাহ্যিক রোগের চিকিৎসা),

৪। #ভূতবিদ্যাতন্ত্র (Psychotherapy, Spiritual Healing/ পিশাচ-জ্বিন ইত্যাদির কারণে, রজঃ ও তমঃ গুণের বিকারের ফলে যেসব রোগ/সমস্যা হয় সেগুলো প্রশমনের জন্যে বিভিন্ন চিকিৎসা, রত্নাদি পাথর ধারণ, ধর্মের শাস্ত্রীয় কাজের(উপাসনা, ঝাড়ফুঁক, দান-সদকা ইত্যাদির) বিশদ বিবরণ),

৫। #কৌমারভৃত্যতন্ত্র (গর্ভাবস্থায় পরিচর্যা, ডেলিভারী, শিশু লালন-পালন, ধাত্রীদের স্তনদুগ্ধ সংশোধন, শিশুদের বিভিন্ন ব্যাধির চিকিৎসা),

৬। #অগদতন্ত্র (Toxicology/সাপ, কুকুর, শেয়াল, বিচ্ছু, মাকড়সা, কীট ইত্যাদির কামড়ের ফলে কোন প্রাণির বিষ তা চিহ্নিত করা ও চিকিৎসা প্রদান, অপমৃত্যুর কারণ ও লক্ষণাদি চিহ্নিত করা),

৭। #রসায়নতন্ত্র (রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, আয়ু-মেধা-ইন্দ্রিয়সমূহের শক্তি বৃদ্ধি এবং অকালে চুল পাকা - দাঁত পড়া ইত্যাদি বিষয়াদি থেকে মুক্ত করে দীর্ঘায়ু অর্জন),

৮। #বাজীকরণতন্ত্র (Male & Female Reproductive Health & Treatment/ নারী ও পুরুষের  প্রজনন স্বাস্থ্য,  যৌনাঙ্গ সম্পর্কিত বিভিন্ন রোগ/সমস্যার কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা। এছাড়া দূর্বল শরীরের শক্তি বাড়ানো, ও অসুস্থ চিত্তকে প্রফুল্ল করবার উপায় ইত্যাদি)।  

পোস্টের লেখকঃ রাকিবুজ্জামান (আয়ুর্বেদ শিক্ষার্থী, Diploma in Ayurvedic Medicine & Surgery – ১ম বর্ষ - ২০২৩-২৪ ব্যাচ)

তথ্যসূত্রঃ আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের মূলতত্ত্ব, বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন, লেখিকাঃ কবিরাজ রাহিমা আক্তার খাতুন (সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ – সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, মিরপুর ঢাকা)। 

#আয়ুর্বেদ #ডিএএমএস #ayurved #dams #bams #ayurvedic #ayurvedalifestyle #ayurvedictreatment #wholeness #health #healthy #holistik #traditionalmedicine #body #mind #spirit #spirituality #আয়ুর্বেদ #হোলিস্টিক #চিরায়ত_চিকিৎসা


Comments

Popular posts from this blog

আয়ুর্বেদ এর পঞ্চমহাভূত তত্ত্ব এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞান (সংক্ষিপ্ত)

একজন রোগীর কেইস স্টাডি - #আয়ুর্বেদ #ডায়াবেটিস #কোষ্ঠকাঠিন্য #লাইফস্টাইল