আয়ুর্বেদ শাস্ত্রের উদ্দেশ্য মূলত ৫টি

 #আয়ুর্বেদ শাস্ত্রের উদ্দেশ্য মূলত ৫টি। যথাঃ 

১। #স্বাস্থ্যবান ব্যক্তির স্বাস্থ্য রক্ষা করা,
২। #অসুস্থ ব্যক্তির স্বাস্থ্য ফিরে পাওয়া,
৩। বাচ্চা স্বাস্থ্যবান হয়ে জন্মগ্রহণ করা,
৪। সুস্বাস্থ্যের মাধ্যমে স্রস্টার আরাধনা করা ও দুনিয়ার জন্য #কল্যাণকর কাজ করা,
৫। স্রস্টাকে পাওয়া। 

পোস্টের লেখকঃ
রাকিবুজ্জামান (আয়ুর্বেদ শিক্ষার্থী, Diploma in Ayurvedic Medicine & Surgery – ১ম বর্ষ - ২০২৩-২৪ ব্যাচ)

তথ্যসূত্রঃ
স্বাস্থ্য দর্পণ, লেখকঃ আয়ুর্বেদাচার্য দেবজ্যোতি দত্ত - Bachelors in Ayurvedic Medicine & Surgery, NIA, India ও B.Sc in Biotechnology & Genetic Eng.)

Comments

Popular posts from this blog

আয়ুর্বেদ এর পঞ্চমহাভূত তত্ত্ব এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞান (সংক্ষিপ্ত)

একজন রোগীর কেইস স্টাডি - #আয়ুর্বেদ #ডায়াবেটিস #কোষ্ঠকাঠিন্য #লাইফস্টাইল

সহজ ভাষায় অষ্টাঙ্গ আয়ুর্বেদ বা আয়ুর্বেদের আটটি বিভাগের বর্ণনা