'হোল' মেডিসিনে যে ন্যাচারাল ইন্টেলিজেন্স থাকে তা আইসোলেটেড কম্পোনেন্টে নষ্ট হয়ে যায় এবং, শরীরের ভারসাম্য নষ্ট করে
#আয়ুর্বেদ
হাইড্রোজেন ও অক্সিজেন স্বাভাবিকভাবে গ্যাস/বায়বীয় আকারে থাকে। অথচ, এই ২ মিলে প্রকৃতিতে যে পানির সৃষ্টি তা তরল! তার মানে, 'হোল' কখনোই মিলিত গুণের সমান না বরং, তার থেকে বেশি কিছু, নতুন কিছু; একে বলে সিনার্জিক ইফেক্ট বলে। কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ভাষায় এ ঘটনাকে বলে 'দ্য ফেনোমেনন অব ইমার্জেন্স'।
এই কারণে আয়ুর্বেদ ওষুধ ও চিকিৎসার মূলনীতিতে আলাদা আলাদা (যেমনঃ লেবু এর বদলে ভিটামিন-সি) রাসায়নিক বৈশিষ্ট্য এর সমর্থন করে না।
কারণ, 'হোল' মেডিসিনে যে ন্যাচারাল ইন্টেলিজেন্স থাকে তা আইসোলেটেড কম্পোনেন্টে নষ্ট হয়ে যায়।
যার ফলে এটি দেহের ভারসাম্য রক্ষা করার বদলে তা নষ্ট করে ফেলে।
.
.
.
পোস্টের লেখকঃ রাকিবুজ্জামান (আয়ুর্বেদ শিক্ষার্থী, Diploma in Ayurvedic Medicine & Surgery – ১ম বর্ষ - ২০২৩-২৪ ব্যাচ)
তথ্যসূত্রঃ স্বাস্থ্য দর্পণ, লেখকঃ আয়ুর্বেদাচার্য দেবজ্যোতি দত্ত - Bachelors in Ayurvedic Medicine & Surgery, NIA, India ও B.Sc in Biotechnology & Genetic Engineering)
#ডিএএমএস #ayurved #dams #bams #ayurvedic #ayurvedalifestyle #ayurvedictreatment #wholeness #health #healthy #holistik #traditionalmedicine #body #mind #spirit #spirituality #আয়ুর্বেদ #হোলিস্টিক #চিরায়ত_চিকিৎসা
Comments
Post a Comment