একজন রোগীর কেইস স্টাডি - #আয়ুর্বেদ #ডায়াবেটিস #কোষ্ঠকাঠিন্য #লাইফস্টাইল
#আয়ুর্বেদ #ডায়াবেটিস #কোষ্ঠকাঠিন্য #লাইফস্টাইল
একজন রোগীর
৩ সপ্তাহ আগে ভরাপেটে সুগার 15, খালি পেটে 12.3
১ সপ্তাহ আগে ভরাপেটে 10
-
ওজনও কমেছে, কোষ্ঠকাঠিন্য এর সমস্যাও ঠিক হয়েছে (এখন স্বাভাবিকভাবে 2-3 বার টয়লেট হয়)।
রোগী একজন স্বল্প আয়ের মানুষ, অর্গানিক/পশ খাবার তাঁর মেইন্টেইন করা সম্ভব না। তাঁর শুধু লাইফস্টাইল বলে দিছিলাম, অল্প কিছু খাবার আপাতত নিষেধ করি আর শুধু ইসুবগুলের ভূষি আধা চামচ 2 বার করে খেতে বলেছিলাম। আর কোনো ওষুধও দেওয়া হয়নি।
রোগী এখন বলছেন যে তাঁর এখন আগের চেয়ে শরীর অনেক ভালো লাগছে।
সকল শুকরিয়া আরোগ্যদাতা মহান আল্লাহ্র।
পোস্টের লেখকঃ রাকিবুজ্জামান (আয়ুর্বেদ শিক্ষার্থী, Diploma in Ayurvedic Medicine & Surgery – ১ম বর্ষ - ২০২৩-২৪ ব্যাচ)
#আয়ুর্বেদ #ডিএএমএস #ayurved #dams #bams #ayurvedic #ayurvedalifestyle #ayurvedictreatment #wholeness #health #healthy #holistic #holistictreatment #holistictreatment #traditionalmedicine #body #mind #spirit #spirituality #আয়ুর্বেদ #হোলিস্টিক #চিরায়ত_চিকিৎসা
Comments
Post a Comment