সচেতন ব্যক্তি #সাইবারসিকিউরিটি #আয়ুর্বেদ #cybersecurity #ayurveda
#cybersecurity #ayurveda #সাইবারসিকিউরিটি #আয়ুর্বেদ
বুদ্ধিমান, যত্নবান ও দায়িত্ববান ব্যক্তিরা ডিজিটাল ডিভাইসে ভাইরাস আক্রমনের পূর্বেই এন্টি-ভাইরাস দেন। আর বিপরীত দলের লোকেরা ভাইরাস আক্রমনের পর ফাইলপত্র-ডিভাইস নষ্ট হওয়ার শিকার হন।
ঠিক তেমনি, আয়ুর্বেদ দিন-রাত্রি-ঋতু চর্যা, আহার-বিহারের সঠিক নির্দেশনার মাধ্যমে রোগ আসার পূর্বেই শরীরকে নীরোগ রেখে শরীর-মন-আত্মার সুস্থতা ও প্রশান্তি অর্জন নিশ্চিত করতে আল্লাহ্র ইচ্ছায় সহায়তা করে।
এর পরও অসুস্থ যদি হয়েও যায়, রোগের মূল কারণ নির্ধারণ করে সঠিক ঔষধ-আহার-বিহার এর মাধ্যমে দ্রুত আল্লাহ্র ইচ্ছায় সম্পূর্ণ সুস্থতা অর্জন করতে পারে।
এতে নিজে ও নিজের পরিবারের অর্থ-সময়-শক্তি-আবেগ নষ্ট হয়না এবং দুই দুনিয়ার কাজে নিজেকে আরো নিবেদিত রাখতে পারে, জীবনকে আরো উপভোগ করতে পারে।
আর বিপরীত দলের লোকদের সাধারণত অসুস্থ হওয়ার প্রবণতা বেশি, অসুস্থ হলে উপসর্গভিত্তিক চিকিৎসা নেওয়ার ফলে উপসর্গ দূর হয় তবে, রোগের মূল কারণ দূর না হওয়ায় সামনে আরো বড় আকারের রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। ডাক্তার-টেস্ট-ঔষধ ইত্যাদিতে অনেক অর্থ-সময়-শক্তি-আবেগ নষ্ট হয়। বাহ্যিকভাবে মনে হলেও তারা সাধারণত জীবনকে বেশী বা সঠিকভাবে উপভোগ করতে পারে না।
পোস্টের লেখকঃ
রাকিবুজ্জামান (আয়ুর্বেদ শিক্ষার্থী, Diploma in Ayurvedic Medicine & Surgery – ১ম বর্ষ - ২০২৩-২৪ ব্যাচ)
#ডিএএমএস #ayurved #dams #ayurvedic #ayurvedalifestyle #ayurvedictreatment #ভাইরাস #virus #এন্টিভাইরাস #Antivirus
Comments
Post a Comment